জার্মানির মিউনিখে অলিম্পিয়া-আইনকফজেনট্রাম শপিং মলে শুক্রবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বাভারিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর সেই বন্দুকধারী আত্মহত্যা করেন। ঘটনার পর স্থানীয়দের বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে মিউনিখ পুলিশ। একই সঙ্গে সংস্থার টুইটার বার্তায় অভিযানের স্বার্থে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করারও অনুরোধ জানানো হয়েছে । বন্ধ রাখা হয়েছে মিউনিখের সব পরিবহণ ব্যবস্থা।
গুলির ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে সংবাদমাধ্যম জানায়, বন্দুকধারীরা মলের মধ্যে প্রবেশ করে আচমকা গুলি চালাতে শুরু করে। অনেকের মতে, ভেতরে অন্তত ৩ জনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। মিউনিখে অবস্থানরত সব মার্কিন নাগরিককে নিরাপদে অবস্থান করতে সেখানকার কনস্যুলেট থেকে জানানো হয়েছে। বন্দুকধারীদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনার পর শহরে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো মলটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, মলের ভেতর থেকে সবাইকে বের করে আনা হয়েছে।
কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যম অবশ্য নিহতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে।