নতুন একটি গবেষণায় গত কয়েক দশক ধরে জাপানের বিভিন্ন কোম্পানির উপর চেপে বসা এক সমস্যার উপর ব্যাপকভাবে আলোকপাত করা হয়েছে। সেই গবেষণায় দেখানো হয়েছে যে, জাপানের কর্মীরা অন্যান্য প্রধান শিল্পোন্নত দেশের মানুষের তুলনায় প্রতি ঘণ্টায় কম পরিমাণ পণ্য ও সেবা তৈরি করছেন।
জাপানের উৎপাদনশীলতা কেন্দ্র অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংগঠন ও ই সি ডি’র অন্তর্ভুক্ত ৩৫টি দেশের ২০১৬ সালের শ্রমের উৎপাদন বিশ্লেষণ করে সেই গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে।
গবেষণার রিপোর্ট অনুযায়ী, জাপানের অবস্থান হচ্ছে সার্বিকভাবে ২০তম। জি সেভেন দেশগুলোর মধ্যে জাপান সবচেয়ে নিচে রয়েছে। সবচেয়ে বেশী উৎপাদন-মুখি শ্রম দেখা গেছে আয়ারল্যান্ডে।
কর্মকর্তারা বলছেন জাপানের এই নিম্ন অবস্থান কর্মচারীদের কাজের জন্য দেয়া দীর্ঘ সময়ের সাথে সম্পর্কিত। তাঁরা বলছেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সমর্থন-যোগ্য মূল্যে মানসম্মত পণ্য ও সেবা প্রদানে প্রচুর সময় ও প্রচেষ্টা বিনিয়োগ করছে।
২১ ডিসেম্বর, ২০১৭
ঢাকা।
সূত্র: এনএইচকে বাংলা নউজ