ঢাকা ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে নিয়ে বিবিসি বাংলার প্রচারিত প্রতিবেদনের জন্যে দুঃখ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক এই সংবাদ সংস্থাটি। গত ১ জুন লন্ডনস্থ বাংলাদেশ মিশন থেকে বিবিসি‘র কাছে লিখিত প্রতিবাদ করেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রেস মিনিষ্টার নাদিম কাদির।
বাংলাদেশ মিশনের প্রতিবাদের জবাবে বিসিবি বাংলা বিভাগের পক্ষ থেকে লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রেস মিনিষ্টারকে লেখা পত্রে বিবিসি’র পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন সাবির মোস্তফা।
তিনি বলেন ‘প্রতিবেদনটি প্রচারের সময় তারা যথাযথ নিয়ম অনুসরণ করেননি বা সজিব ওয়াজেদ জয়েরও কোন বক্তব্য তারা নেননি, যা বিবিসির নিয়মের পরিপন্থি এ কারণে বিবিসি বাংলাবিভাগ ভুল প্রতিবেদনের জন্যে দূঃখ প্রকাশ করছে।’