নিউ জিল্যান্ডে সাকিব আল হাসানসহ দুই স্পিনার নিয়ে খেলা বাংলাদেশ খেলছে তিন স্পিনার নিয়ে। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাসকিন আহমেদের সঙ্গে দ্বিতীয় পেসার কামরুল ইসলাম রাব্বি। চোট কাটিয়ে মুশফিকের মতো ফিরেছেন টপঅর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ।
তিন পেসার নিয়ে খেলছে ভারত। উমেশ যাদব, ইশান্ত শর্মার সঙ্গে আছেন ভুবনেশ্বর কুমার। নিজের শেষ ইনিংসে ত্রিশক করা করুন নায়ার বাদ পড়েছেন চোট কাটিয়ে অজিঙ্কা রাহানে ফেরায়। দলে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই বোলার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা থাকায় তৃতীয় স্পিনারের প্রয়োজনীয়তা বোধ করেনি স্বাগতিকরা।
হায়দরাবাদ টেস্ট জিতে ব্যাটিং নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টস জিতলে ব্যাটিং নিতেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমও।