নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হার দিয়ে শুরু করে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কোনো চমক নেই। যথারীতি প্রথম ম্যাচের স্কোয়াডই অপরিবর্তিত রেখেছে বিসিবি।
বৃহস্পতিবার ভোরে এক ই-মেইল বার্তার মাধ্যমে শেষ দুটি টি-টুয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী ও তাইজুল ইসলামরা যথারীতি স্কোয়াডে আছেন।
আগামী দুটি ম্যাচকে সামনে রেখে পাহাড়ি পথ ধরে বিস্তীর্ণ সবুজের সমারোহ মাড়িয়ে ইতোমধ্যেই তাওরাঙ্গায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নেপিয়ার থেকে বাসে ২৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরিজের শেষ দুই টি-টুয়েন্টির এই শহরে গেছেন টাইগাররা। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরে ঢুকেই বাংলাদেশ দল সোজা চলে গেছে টিম হোটেলে। ট্রিনিটি হোয়ার্ফ হোটেলে কাটবে মাশরাফি বাহিনীর সামনের কটা দিন। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের বাকি দুটি টি-টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফির দল।
শেষ দুই টি-টুয়েন্টির স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম।