যুক্তরাষ্ট্র জানুয়ারি মাসে আন্তঃ প্রশান্ত মহাসাগর মুক্ত বাণিজ্য চুক্তি টিপিপি থেকে সরে যাওয়া সত্ত্বেও জাপান চুক্তি এগিয়ে নেয়ার প্রচেষ্টা জোরদার করে নিচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে জুলাই মাসে জাপানে নির্ধারিত অবশিষ্ট সদস্যদের কর্মকর্তা পর্যায়ের বৈঠকের প্রস্তুতি তরান্বিত করার নির্দেশ আজ মন্ত্রীদের দিয়েছেন।
অবশিষ্ট ১১টি দেশ সম্প্রতি যুক্তরাষ্ট্রকে ছাড়া চুক্তি এগিয়ে নেয়ায় নিজেদের বিভিন্ন বিকল্পের মূল্যায়ন করে দেখতে সম্মত হয়। মি: আবে বলেছেন আলোচনা দ্রুত এগিয়ে নিতে আসন্ন বৈঠকের সভাপতি হিসেবে জাপানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নোবুতেরো ইশিহারা সাংবাদিকদের বলেছেন, কর্মকর্তারা টিপিপি দ্রুত কার্যকর করার উপায় খুঁজে দেখতে শুরু করবেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা