টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে যেন ভুল করে ফেলেছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজের ধাক্কা কাটিয়ে ওয়ানডে সিরিজে লঙ্কানদের ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করার পর দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে টিম অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কান বোলারদের তুলোধুনা করে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে সফরকারি অস্ট্রেলিয়া। মঙ্গলবার রাতে পাল্লেকেলেতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৬৩ রানের বিশাল পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টুয়েন্টি এটাই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।
২০০৭ সালে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা। মঙ্গলবার সেটিকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। স্বীকৃতি টি-টুয়েন্টিতে কোনো দল এর চেয়ে বেশি রান করতে পারেনি। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আইপিএলের ম্যাচে ২৬৩ রান করেছিল। মঙ্গলবার সেটিকে স্পর্শ করে অজিরা।