সিপিএল ফাইনালের আগে ছিলেন সাইদ আজমলের পাশে, সুনিল নারাইনের ঠিক পরে। ফাইনালে দুই উইকেট নিয়ে সাকিব আল হাসান ছাড়িয়ে গেলেন দুজনকেই। টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার এখন বাংলাদেশের এই অলরাউন্ডার। সোমবার বাংলাদেশ সময় সকালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে এবারের সিপিএলের শিরোপা জিতেছে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। ফাইনাল জয়ে সাকিবের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
এই দুই উইকেটই সাকিবকে নিয়ে গেছে টি-টোয়েন্টি স্পিনারদের শীর্ষে। ২০৯ ম্যাচে ২৪২ উইকেট এখন সাকিবের। সুনিল নারাইনের উইকেটে ২৪১টি। নারাইন যদিও ম্যাচ খেলেছেন কম, ১৯১ টি। ১৭৪ ম্যাচে ২৪০ উইকেট আজমলের। শহিদ আফ্রিদির উইকেট ২২৩ ম্যাচে ২৩৯টি। সব মিলিয়ে অবশ্য সাকিবের চেয়ে বেশি উইকেট আছে ছয় জনের। সবাই পেসার। ৩৪১ উইকেট নিয়ে শীর্ষে ডোয়াইন ব্রাভো। গত ফেব্রুয়ারি থেকেই চোটের কারণে ২৯৯ উইকেটে আটকে আছেন লাসিথ মালিঙ্গা।
পাকিস্তানের ইয়াসির আরাফাতের উইকেট ২৮০, দক্ষিণ আফ্রিকার আলফসো টমাসের ২৬৩। আজহার মাহমুদ নিয়েছেন ২৫৮ উইকেট, ২৫৭টি নিয়েছেন ডার্ক ন্যানেস। এরপরই সাকিব। ২০০৬ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছিল সাকিবের প্রথম টি-টোয়েন্টি। এরপর ক্রমে হয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেটের মুখ। হয়েছেন টি-টোয়েন্টি ফেরিওয়ালা। দেশ ও দেশের বাইরে মিলে টি-টোয়েন্টি খেলেছেন মোট ১৫টি দলে।