জাপানের টোকিওতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে এক জাকজমক উতসবের আয়োজন করেছে করেছে পূজা উদযাপান কমিটি, জাপান।
রোববার টোকিওর তাকিনাগাওয়া কাইকান হলে দুপুরের পর থেকে শুরু হয় পূজা পরে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান ও সন্ধ্যা আরতীর মধ্য দিয়ে শেষ হয়। এতে সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি জাপান প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়। ফুটে উঠে এক অসাম্প্রদায়িকতার প্রতিচ্ছবি। একে অপরের কুশল বিনিময়ের পাশাপাশি আনন্দে মেতে উঠে সবাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাপানে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনি এমন মহতি আয়োজনের জন্য পূজা কমিটির সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া প্রবাসী সকল সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।
আব্দুল্লাহ আল মামুন/২৩ সেপ্টেম্বর, ২০১৮/জাপান, টোকিও