টোকিও’র গভর্নার ইউরিকো কোইকে, রবিবার মহানগর পরিষদ নির্বাচনে তার দল বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর, মহানগরে সম্পূর্ণ নতুন একটি সরকার গঠনের অঙ্গীকার করেছেন। এক সাংবাদিক সম্মেলনে মিয কোইকে বলেন, টোকিওতে পুরোনো মহানগর পরিষদের জায়গায় নতুন একটি পরিষদ দেখার আকাঙ্খাতেই, ভোটাদাতারা নির্বাচনে তাঁর দল’কে ভোট দিয়েছেন। টোকিওবাসীদের স্বার্থ’কে অগ্রাধিকার দেওয়ার প্রতি জোর দেন তিনি, তবে বাসিন্দাদের কল্যাণের জন্য যেখানে প্রয়োজন কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা করা হবে বলেও জানান।
২০২০ সালের টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের সাফল্যের অঙ্গীকার ক’রে মিয কোইকে বলেন একটি আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে রাজধানীর অবস্থান’কে আরও মজবুত ও সুসংহত ক’রে তোলা হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিশেষ অর্থনৈতিক এলাকা প্রকল্পের সদ্ব্যবহার ক’রে টোকিওতে বয়োবৃদ্ধদের নার্সিং সেবা ব্যবস্থার আরও উন্নতি ঘটানোর চেষ্টা তিনি করবেন। মিয কোইকে এও জানান, গভর্নারের দায়িত্ব পালনে পুরোপুরি মনোনিবেশ করার জন্য, তাঁর তোমিন ফার্স্ট দলের নেতৃত্বের ভার একজন ঘনিষ্ঠ সহযোগীর হাতে তুলে দেবেন তিনি।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা