টোকিও মহানগর সরকারের পরিচালিত পাতাল রেল লাইনের ৩০টির বেশী স্টেশনে, বিদেশী পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলায় বহুভাষার নতুন টিকেট বিক্রির মেশিন স্থাপন করা হয়েছে। চলতি বছর, ওয়েদো লাইনের তোচোও মায়ে স্টেশনে প্রথমবারের মত এই নতুন টিকেট বিক্রির মেশিন স্থাপন করা হয়। হাই ডেফিনিশন ডিসপ্লে সম্বলিত ৩২ ইঞ্চি প্রশস্ত এই মেশিন, জাপানী ভাষা থেকে ইংরেজি, চীনা, কোরীয়, ফরাসী, স্প্যানিশ এবং থাই এই ছটি ভাষায় অনুবাদ করতে সক্ষম।
টিকেট বিক্রির এই মেশিনগুলো, প্রচলিতগুলোর তুলনায় আরও ব্যবহার বান্ধব করে তৈরি করা হয়েছে। এগুলো থেকে, স্টেশন অথবা লাইনের নাম, স্টেশনের নাম্বার বা একটি নির্দিষ্ট পর্যটন স্থানের নাম প্রবেশ করালে নিকটতম স্টেশন অথবা টিকেটের মূল্য সম্পর্কিত তথ্য সরবরাহ করা হবে। নতুন টিকেটের মেশিনগুলো এখন, পাতাল রেলওয়ের ৪টি লাইনের আসাকুসা এবং রোপ্পোঙ্গিসহ অন্যান্য ২৯টি স্টেশনে পাওয়া যাবে।
টোকিও, অপর একটি পাতাল রেলওয়ে কোম্পানি টোকিও মেট্রোর সঙ্গে যৌথভাবে এই মেশিন তৈরি করেছে। টোকিও মেট্রো, আগামী বছর বসন্তকাল থেকে প্রায় ৭০টি স্টেশনে এই মেশিন স্থাপনের পরিকল্পনা করছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা