নিহন-বাংলা বৈঠকি ঘরঃ টোকিও আড্ডা (জাপান প্রবাসীদের একটি প্রাচীন সামাজিক সংগঠন) এর গল্প এবং জাপান প্রবাসী কবি মোতালেব আইয়ুব শাহ্ প্রিন্সের সাথে কথা বার্তার উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হল ভিডিওর মাধ্যমে।
কবি মোতালেব আইয়ুব শাহ প্রায় তিন দশক ধরে জাপানে বসবাস করছেন। তার লেখা ১৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এ যাবত। সাক্ষাৎকার নিয়েছেন গোলাম মাসুম জিকো (সম্পাদক নিহন বাংলা ডট কম)।
বিস্তারিত দেখতে নিচের ভিডিও লিংকটি দেখুন
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম