টোকিও মহানগর পরিষদের মনোনীত প্রার্থীরা আসন্ন নির্বাচনের জন্য তাদের প্রচারাভিযান শুরু করেছেন। জাপানের রাজনৈতিক দলগুলো এই নির্বাচনকে জাতীয় নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস বলে মনে করে। টোকিওর ৪২টি নির্বাচনী জেলায় ১২৭টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রার্থী দিচ্ছে যেসব প্রধান প্রধান দল এবং রাজনৈতিক গ্রুপ তারা হচ্ছে লিবারাল ডেমোক্রেটিক পার্টি, কোমেই পার্টি, জাপানিজ কমিউনিস্ট পার্টি, ডেমোক্রেটিক পার্টি, তোমিন ফার্স্ট, টোকিও সেইকাৎসুশা নেটওয়ার্ক, নিপ্পন ইশিন এবং সোস্যাল ডেমোক্রেটিক পার্টি। গভর্নর ইউরিকো কোইকে তার নতুন স্থানীয় রাজনৈতিক দল তোমিন ফার্স্ট যেন তার নীতিমালাকে সমর্থন করা অন্যান্যদের সাথে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তা চান। তার সমর্থকদের মধ্যে কোমেই পার্টির সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন যারা দশকের পর দশক ধরে টোকিও মহানগর পরিষদে লিবারাল ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করে আসলেও গত ডিসেম্বর মাস থেকে তারা আর তা করছে না।
উল্লেখ্য, লিবারাল ডেমোক্রেটিক পার্টি এবং কোমেই পার্টি কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন কোয়ালিশনের অংশীদার। টোকিও মহানগর পরিষদে লিবারাল ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে টিকে থাকতে পারে কিনা তা হবে এবারের নির্বাচনের একটি অন্যতম কেন্দ্রবিন্দু। একটি প্রধান বিষয় হচ্ছে টোকিও’র বিশেষ প্রতীক ৎসুকিজি খাদ্য বাজারের তোইয়োসু এলাকায় স্থানান্তর। মিজ কোইকে এই স্থানান্তর পরিকল্পনা গত বছর নিরাপত্তা উদ্বেগের কারণে স্থগিত করে রাখেন, তবে সম্প্রতি ঘোষণা করেন যে, পুরোনো স্থানের যদি আবার উন্নয়ন করা হয় তাহলে তারা একই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন।
২০২০ সালের টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের প্রস্তুতিও প্রচারাভিযান চলাকালীন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২রা জুলাই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা