দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেইন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রথম শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ক সমস্যা সমাধানে যুক্তরাস্ট্রের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে ভোজ শেষে দুই নেতা মিলিত হন। তাদের আলোচনা নির্ধারিত সময়ের ২০ মিনিট অধিক, প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। আলোচনার শুরুতে ট্রাম্প বলেন, তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও জনগণকে অত্যন্ত শ্রদ্ধা করেন। তিনি বলেন, তিনি ও প্রেসিডেন্ট মুন উত্তর কোরিয়া, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে আলোচনা করবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানায়, মুন উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সমাধান এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শীর্ষ সম্মেলনের আগে মুন কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদেরকে তার দেশে আধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা – থাডের পরিপূর্ণ কার্যক্রম শুরু করার ক্ষেত্রে বিলম্বের বিষয়টি উপলব্ধি করার আহ্বান জানান।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা