ঈশ্বরের ইচ্ছায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই মত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সের। যুক্তরাষ্ট্রের ধর্মীয় একটি টিভি চ্যানেলকে এ মন্তব্য করেন তিনি।
স্যান্ডার্সের মতে, ঈশ্বরের ইচ্ছাতেই হোয়াইট হাউসে আছেন ডোনাল্ড ট্রাম্প।
আলজাজিরা জানায়, বুধবার ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ককে (সিবিএন) এক সাক্ষাৎকারে প্রেস সেক্রেটারি আরও বলেন, “ডেমোক্র্যাটদের থেকে নৈতিকতা আশা করা ‘খুব কঠিন’।”
সাক্ষাৎকারটিতে সীমান্ত দেয়াল ও শাটডাউন নিয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে আক্রমণ করেন তিনি।
তার মতে, সীমান্ত দেয়াল নিয়ে ন্যান্সির বিরোধিতা ও শাটডাউনে তার ভূমিকা অনৈতিক।
হোয়াইট হাউসের এ মুখপাত্রের মতে, “ডেমোক্র্যাটরা ‘অসৎ’ বলেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করছে।”
স্যান্ডার্স বলেন, “ভিন্ন ভিন্ন কর্মসাধনের উদ্দেশ্যে ঈশ্বর আমাদের পাঠিয়েছেন। আমি মনে করি, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন এটিও ঈশ্বরের ইচ্ছা।”
সীমান্ত দেয়াল নিয়ে ট্রাম্পের অনড় অবস্থানের পক্ষে তিনি বলেন, ‘দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ায়ই প্রেসিডেন্টের মৌলিক দায়িত্ব।’