উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশে নারীদের স্বাধীনতা অনেক বেশি বলে মনে করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সৈয়দা আফরুজা আলম।
রোববার বিকেলে রাজধানী টোকিও তাকিনগাওয়া বুঙ্কা সেন্টারের একটি হলে উইমেন্স অ্যাসোসিয়েশন, জাপান আয়োজিত `ডমেস্টিক ভায়োলেন্স‘ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
আফরোজা আলম বলেন, জাপান-সেীদি আরবের মতো দেশের চেয়ে আমাদের দেশের নারীরা অনেক স্বাধীন। আমাদের দেশের নারী প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীও একজন নারী, এছাড়া অনেক বড় বড় পদে নারীরা আছেন। তারা স্বাচ্ছন্দে চলা ফেরা করতে পারেন। ঘরে বাইরে কাজ করতে পারেন। কথা বলার স্বাধীনতা আছে।
তিনি বলেন, এতো কিছুর পরও নারীরা ঘরে-বাইরে উভয় জায়গায় নির্যাতিত হচ্ছে। মেয়েদের ওপর মানবাধিকার লঙ্গণ হচ্ছে। আমাদের দেশে অন্যতম প্রধান একটি সমস্যা হচ্ছে যেীতুক। উচ্চবিত্ত-মধ্যবিত্ত সব সমাজেই এর প্রথা রয়েছে। এগুলো দূর করতে হবে বলে সবাই পরামর্শ দেন।
সেমিনারে নারী-পুরুষ উভয়ের ওপর নির্যাতনের বিভিন্ন চিত্র উঠে এসেছে। যেখানে পুরুষরাও তাদের সমস্যার কথা তুলে ধরেন। সুপ্রীম কোর্টের এই অ্যাডভোকেট সব সমস্যার সুন্দর সমাধান তুলে ধরেন। পাশাপাশি পারিবারিক বন্ধন বাড়ানোর জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।
সংগঠনঠনের সভাপতি জেসমিন সুলতানা কাকলি সভাপতিত্বে সেসময় আরো উপস্থিড় ছিলেন, সহসভাপতি রুমানা রউফ সোমা, সাধারণ সম্পাদক সুবর্ণা নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক বহ্নি আহমেদ, প্রচার সম্পাদক সুমি চৌধুরী সহ কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুমানা রউফ সোমা এবং সার্বিক তত্বাবধায়নে ছিলেন সাধারণ সম্পাদিকা সুবর্ণা নন্দী।
আব্দুল্লাহ আল মামুন/২৫ সেপ্টেম্বর, ২০১৬/জাপান, টোকিও
ছবিঃ জেসমিন সুলতানা