বেইজিংয়ে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অ্যালিসন ফেলিক্সের সামান্য পেছনে থেকে দ্বিতীয় হয়েছিলেন শনে মিলার। ঘটনাটা থেকে তবে ভালোই শিক্ষা নিয়েছেন তিনি। রিওতে ৪০০ মিটারের ফাইনালেও একই ফল হতে যাচ্ছে দেখে ফিনিশিং লাইনে দিলেন ডাইভ। আর তাতেই সোনা ছিনিয়ে নিলেন বাহামাসের এই স্পিন্টার। রিও গেমসের দশম দিনে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে রোমাঞ্চকর এই লড়াইয়ে ২২ বছর বয়সী মিলার সময় নেন ৪৯.৪৪ সেকেন্ড। বড় কোনো আসরে এটাই তার প্রথম সোনা। মিলার জানান, একটাই ভাবনা তার মনে খেলছিল। তা হলো, যেভাবেই হোক সোনা জিততে হবে। ফিনিশিং লাইনে এসে জয়ের তাড়নাতেই ডাইভটা চলে এসেছিল।
শরীরে ব্যথা নিয়েই এর পর সোনা জয়ের উচ্ছ্বাসে মেতে উঠেন মিলার।
“এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি অনেক খুশি, অনেক কৃতজ্ঞ।”