তিন মাস ধরেই বাংলাদেশের বোলিং কোচ ঘোষণা নিয়ে কম নাটকীয়তা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন বোলিং কোচের নাম ঘোষণা দেয়ার দিনক্ষণ চূড়ান্ত করেও বেশ কয়েকবার পিছু হটে। তবে এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। হিথ স্ট্রিকের স্থলাভিষিক্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টলি ওয়ালশের মধ্য হতে একজনকে বেছে নিতে যাচ্ছে বিসিবি। রোববার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোলিং কোচ হিসেবে ডোনাল্ড ও ওয়ালশের মধ্য হতে একজনের নাম ঘোষণা করবেন বলে মিডিয়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।
এর আগে গত মে মাসে বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চুক্তি শেষ হয় বিসিবির। এরপর থেকে মাশরাফিদের নতুন বোলিং কোচের সন্ধানে নামে বিসিবি। ডোনাল্ড কিংবা ওয়ালশ সেই পদে বসতে যাচ্ছেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড। সেই সিরিজের আগেই বোলিং কোচ পেতে যাচ্ছে লাল সবুজের দল। ডোনাল্ড নাকি ওয়ালশ কে হবেন মাশরাফি-তাসকিনদের কোচ জানতে হলে অপেক্ষা করুন রাত পর্যন্ত।