যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে গত শনিবার ডোনাল্ড ট্রাম্পের শোভাযাত্রায় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে এক ব্রিটিশ যুবক গ্রেপ্তার হয়েছেন। পরে ওই যুবক বলেন, রিপাবলিকান দলের বিতর্কিত ওই মনোনয়নপ্রত্যাশীকে গুলি করার উদ্দেশেই পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, গ্রেপ্তার হওয়া ব্রিটিশ যুবক মাইকেল স্ট্যানফোর্ড শুধু ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশেই ক্যালিফোর্নিয়া থেকে সড়কপথে নেভাদার প্রমোদনগরী লাসভেগাসে যান।
বার্তা সংস্থা এপি জানায়,স্থানীয় সময় গত শনিবার লাসভেগাসের ট্রেজার আইল্যান্ড ক্যাসিনোতে ডোনাল্ড ট্রাম্পের এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সেখান থেকেই গ্রেপ্তার হন মাইকেল স্ট্যানফোর্ড।
বিবিসি জানায়, মাইকেল স্ট্যানফোর্ডের বিরুদ্ধে সহিংসতায় যুক্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে। নেভাদার এক আদালতে হাজির করা হলে তাঁকে জামিন না দিয়ে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। স্ট্যানফোর্ডের পরবর্তী শুনানির জন্য ৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।