ওসাকা হাই কোর্ট মধ্য জাপানের দুটি পরমাণু চুল্লীর কর্মকান্ড স্থগিত রাখার নিম্ন আদালতের একটি আদেশ বাতিল করেছে। ফুকুই জেলার তাকাহামা বিদ্যুৎ কেন্দ্রের ৩ এবং ৪ নম্বর চুল্লী গত বছর মার্চ মাসে ওতসু জেলা আদালতের করা আদেশ জারীর পর থেকে অকার্যকর ছিল। কানসাই বিদ্যুৎ কোম্পানি তাদের বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার পূর্নাঙ্গ ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে বলে ফুকুই এর প্রতিবেশী জেলা শিগার বসবাসকারীরা মামলা দায়ের করার পর ওতসু আদালত তাঁদের দাবী বহাল রাখে।
এর পর কানসাই বিদ্যুৎ কোম্পানি ২০১১ সালের ফুকুশিমা দাই ইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দুর্ঘটনার পর চালু করা নতুন নিয়মাবলীর আওতায় প্রয়োজনের তুলনায় আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়িত করেছে বলে দাবী জানিয়ে ওসাকা হাই কোর্টে আপীল করে। আজ হাই কোর্টের নেয়া সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ কোম্পানিটি চুল্লীগুলোকে পুনরায় চালু করতে পারবে।