তারকা তাজিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০টায় হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
তাজিন আহমেদ অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা ও অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন।
জিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন। পরবর্তীতে একটি বেসরকারি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।
তাজিন আহমেদের জন্ম নোয়াখালীতে। তবে তার শৈশবকাল কেটেছে পাবনায়। তাজিনের মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন তাজিন। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি বহু নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন।
‘নাট্যজন’ নাটকদলের হয়ে তিনি মঞ্চে কাজ করেছেন। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দেন। টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনাও করেছেন। লেখালেখিও করেন তিনি।