দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছেন দেশটির রাষ্ট্রপতি রদ্রিগো দুতের্তে। মঙ্গলবার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী দলের সদস্যদের সংঘর্ষ হওয়ায় তিনি এ ঘোষণা দেন বলে বিবিসি জানায়। আইএসের সদস্যদের সঙ্গে এ সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য নিহত হন। মিন্দানাও দ্বীপে মুসলিম বিদ্রোহী দলের অনেক সদস্য রয়েছে যারা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন দুতের্তে। তিনি সেখানে থাকা অবস্থায় এ ঘোষণা দেন। জরুরি অবস্থা থাকাকালে দ্বীপটিতে সেনাবাহির সদস্যদের মোতায়েন করা হবে এবং তারা যেকোনো কারণে সন্দেহভাজনকে আটক করে নিয়ে যেতে পারবে দীর্ঘ সময়ের জন্য।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি জানান, ফিলিপাইনের আরো উন্নত অস্ত্র প্রয়োজন সশস্ত্র বিদ্রোহীদের ঠেকানোর জন্য। মঙ্গলবার মিন্দানাওয়ের মারাউয়িতে বিদ্রোহী দলের নেতাকে খোঁজার সময় সেনাবাহিনীদের সঙ্গে অন্যান্য সদস্যদের সংঘর্ষ হয়। সেনাবাহিনী সন্দেহ করছে বিদ্রোহী দলের সঙ্গে আইএসের সম্পর্ক রয়েছে। দেশটির প্রতিরক্ষা সচিব দেলফিন লরেনজানা জানান, বিদ্রোহীরা মৌটে দলের সদস্য। তারা হাসপাতাল ও জেলখানা দখল করেছে। গীর্জাসহ বেশ কিছু দালান তারা জ্বালিয়ে দিয়েছে। রাজধানী ম্যানিলা থেকে ৮০০ কিলোমিটার দূরে মারাউয়ি।
সূত্র: ইন্টারনেট