জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে অপসারণ করেছে ক্ষমতাসীন দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট (জানু-পিএফ)।
আজ রবিবার জনগণের বিক্ষোভের মুখে রবার্ট মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে অপসারণ করা হয়। মুগাবেকে সরিয়ে দেবার পর তার স্থলাভিসিক্ত হন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াক । ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন ৯৩ বছর বয়সী মুগাবে।
এর আগে মুগাবে তাঁর ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করায় সংকট দেখা দেয়। ভাইস প্রেসিডেন্ট নানগাগওয়াকে তাঁর সম্ভাব্য উত্তরসূরি মনে করা হচ্ছিল। কিন্তু ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করে মুগাবে তাঁর স্ত্রী গ্রেসকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করেন। আর এরপরই রক্তপাতহীন অভ্যুত্থানের শুরু হলো ।
গতকাল শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে হাজার হাজার জনতা রবার্ট মুগাবে যুগের সমাপ্তির উৎসবে মাতোয়ারা হন। একেই সাথে প্রেসিডেন্ট মুগাবের পদত্যাগের দাবিতে সোচ্চার হয় সেদেশের মানুষ।
১৯ নভেম্বর, ২০১৭
সূত্র: বিবিসি অনলাইন।