দেশের প্রধান ৩ আন্তজার্তিক বিমানবন্দর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে সন্ত্রাস বিরোধী অভিযান চলছে। র্যাব ও বিজিবির সহায়তায় শনিবার সকালে এ অভিযান শুরু হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, অপারেশন আইরিনের আওতায় সকাল থেকে দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তজার্তিক বিমান বন্দর ও সিলেটের ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরে বিশেষ তল্লাশি অভিযান চলছে। যাত্রী লাউঞ্জে যাত্রীদের ব্যাগেজ অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা করা হচ্ছে।
এর আগে, গত ৮ জুলাই থেকে রাইল এপি এর উদ্যোগে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৩টি দেশে দুই সপ্তাহব্যাপী সন্ত্রাসবিরোধী এ অভিযান একযোগে শুরু হয়।। যাত্রী ব্যাগেজ তল্লাশির মাধ্যমে বিকেল ৪টায় এই অভিযান শেষ হবে। সন্ত্রাসবাদে ব্যবহৃত হাল্কা অস্ত্র, বিষ্ফোরক ও মাদকের চোরাচালান ঠেকাতেই এই অভিযান শুরু হয়।