প্রথম রাউন্ডের বাজে পারফরম্যান্সের জন্য কী খুব আফসোস হচ্ছে সিদ্দিকুর রহমানের? শুধু সিদ্দিকুর কেন, আফসোসে পুড়ছে আসলে পুরো দেশবাসীই। ঘুরে দাঁড়িয়ে পরের তিন রাউন্ডে যা করলেন, তাতে প্রথম রাউন্ডটা ভালো হলে সিদ্দিকুর প্রথম বারের মতো জিতে নিতে পারতেন বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শিরোপাই। শেষ পর্যন্ত ঘরের কোর্সে এশিয়ান ট্যুরের শিরোপাটা জেতা না হলেও সিদ্দিকুর টুর্নামেন্ট শেষ করলেন দ্বিতীয় হয়ে।
শনিবার কুর্মিটোলা গলফ কোর্সে চতুর্থ বা শেষ রাউন্ডে পারের চেয়ে ৫ শট কম খেলেছেন বাংলাদেশের তারকা গলফার। সব মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে টুর্নামেন্টে প্রথম বারের মতো দ্বিতীয় হলেন সিদ্দিকুর।
বাংলাদেশ ওপেনের শিরোপা জিতে নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই আধিপত্য দেখিয়ে আসা থাইল্যান্ডের জাজা জানেওয়াতানানন্দো। শেষ রাউন্ডে পারের চেয়ে ৪ শট কম খেলা তরুণ এই গলফার সব মিলিয়ে পারের চেয়ে ১৭ শট কম খেলেছেন। জিততে পারলে এটা হতো সিদ্দিকুরের তৃতীয় এশিয়ান ট্যুর শিরোপা। তা হয়নি। তবে ৩ লাখ ডলার প্রাইজমানির আসরে এদেশ ও নিজের সেরা সাফল্য দিয়ে ফর্মেই ফিরলেন বাংলাদেশের গলফকে বিশ্বে চেনানো সিদ্দিকুর।