ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে ফিরলেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে শুক্রবার এই অলরাউন্ডারকে নিয়েই দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন মহেন্দ্র সিং ধোনি। ভারত সফরে থাকা ইংল্যান্ডের বিপক্ষে ধোনি এবার বিরাট কোহলির নেতৃত্বে খেলবেন। টি-টুয়েন্টি দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশাব পান্ত। টি-টুয়েন্টি দল থেকে বাদ পড়েছেন আজিঙ্কা রাহানে।
প্রায় ৯ মাস পর ভারতের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে ফিরলেন যুবরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের দলে ফিরেছেন।আগামী ১৫ জানুয়ারি পুনেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এর আগে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজের পর দল দুটি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
ভারতের ওয়ানডে দল: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, মনীষ পান্ডে, কেদার যাদব, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, হার্দিক পান্ডে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।
ভারতের টি-টুয়েন্টি দল: লোকেশ রাহুল, মান্দীপ সিং, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রিশাব পান্থ, হার্দিক পান্ডে, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যোগেন্দ্র চাহাল, মনীষ পান্ডে ও জসপ্রিত বুমরাহ।