শুরু হয়ে গিয়েছে ‘কান’-এর প্রস্তুতি। আর সপ্তাহ দুই পরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় এই চলচ্চিত্র উৎসবে পা দিতে ফ্রান্সে উড়ে যাবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কান-এর লাল কার্পেটে পা দেওয়ার আগে ক্যামেরার সামনে একবার নিজেকে ঝালিয়ে নিলেন বচ্চন-বধু। সম্প্রতি সেলিব্রিটি ফটোগ্রাফার প্রসাদ নায়েকের ক্যামেরায় নতুন রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া। বেবি পিঙ্ক সিফন ড্রেস আর ন্যুড মেকআপে সত্যিই অসাধারণ বিশ্বসুন্দরী।
অন্য একটি ফটোশুটে দেখা যাচ্ছে, সিলভার সি কুইন ড্রেস এবং গাঢ় ফুসিয়া লিপস্টিকে অনন্য ঐশ্বরিয়া। এ মাসের ১৯ তারিখে কান-এর উদ্দেশে রওনা দেবেন তিনি। এটা ঐশ্বরিয়ার ১৫তম ‘কান’। এই চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর। এ বছরই প্রথম একটি আন্তর্জাতিক প্রসাধনী কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে রেড কার্পেটে হাঁটবেন দীপিকা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম