সাড়ে তিন দিন দাপট দেখানোর পর হঠাৎ বাংলাদেশের ছন্দ পতন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছাড়েন ইমরুল কায়েস। সামনে হারের শঙ্কা। দলীয় ১১৪ রানের মাথায় দারুণ খেলতে থাকা মুশফিকুর রহিমও মাঠ ছাড়েন চোট নিয়ে। এরপর তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে লড়লেন সাব্বির রহমান। দলীয় ১৮২ রানের মাথায় অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন সাব্বির। বাকি থাকলেন ইমরুল ও মুশফিক। শঙ্কা কাটিয়ে ইনজুরি নিয়েই ব্যাটিংয়ে নামলেন ইমরুল। হাসি ফুটল বাংলাদেশ শিবিরে। যদিও পরাজয়ের শঙ্কা তারপরও চোখ রাঙানি দিচ্ছিল। ইমরুল দারুণ খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু দলীয় ১৬০ রানের মাথায় শুভাশিস রায় আউট হয়ে ফিরে গেলে ইতি ঘটে বাংলাদেশের ইনিংসের। মুশফিক ব্যাটিংয়ে নামতে না পারায় ৯ উইকেটেই যবনিকা পতন ঘটে বাংলাদেশের ইনিংসের। প্রায় ৫৭ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য ২১৭ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়।
