ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
টপ অর্ডার ভেঙে পড়ল। মিডল অর্ডারও প্রতিরোধ গড়তে পারল না। লোয়ার অর্ডারের তো এমনিতেই বেহাল দশা! শেষে তারাই কিছুটা মান রাখলো! তবে চরমভাবে ব্যর্থ হলেন অভিজ্ঞ ব্যাটসম্যানরা। ক্রিজে এলেন আর উইকেট দিয়ে গেলেন। তাদের আসা-যাওয়ার মিছিলে চতুর্থ দিনেই হারের মুখে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৮ রানের লিড নিতে পেরেছে টাইগাররা। সেটিও শেষের দিকে ব্যাট করা তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির দৃঢ়তায়। যা টপকে দারুণ এক জয় তুলে নিতে নিউজিল্যান্ডকে খুব একটা বেগ পেতে হবে না হয়তো। দিনের খেলা এক ঘণ্টার কিছু বেশি বাকি।
সোমবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় ইনিংসে ৫২.৫ ওভারে ১৭৩ রান তুলে গুটিয়ে গেছে বাংলাদেশ। নবম উইকেটে তাসকিন আহমেদ ও কামরুল ইসলামের ৫১ রানের জুটিতে এই পর্যন্ত পোঁছাতে পেরেছে তারা। তাসকিন ৩৩ ও কামরুল অপরাজিত ২৫ রান করেছেন।