জাপানে ক্রিকেটের প্রচারে এবং প্রসারে জাপান ICC এর সহযোগী দেশ হিসাবে বেশ কিছু বৎসর যাবৎ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং জেনে খুশি হবেন যে জাপানে ক্রিকেট প্রসারে বাংলাদেশ এর একঝাঁক তরুণ সক্রিয় ভূমিকা রেখে চলেছে শুরু থেকেই। রাইজিং স্টার্স নামক বাংলাদেশী প্রবাসীদের ক্রিকেট ক্লাব এই কার্যক্রমের সাথে সরাসরি জড়িত আছে প্রথম থাকে। রাইজিং স্টার্স ক্লাব কে পরামর্শ সহ বিভিন্ন ভাবে উৎসাহ দিয়ে থাকে জাপানস্থ বাংলাদেশ দূতাবাস এবং বিভিন্ন স্পনসর সরাসরি সহযোগিতায় এগিয়ে যাচ্ছে রাইজিং স্টার্স।
জাপান ক্রিকেট কে আরো শক্তিশালী করার উদ্দেশে ICC এর সহযোগিতায় জাপান এ আজ উদ্বোধন হলো সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড । নিহন -বাংলা কাপ নামক টুর্নামেন্ট দিয়ে এর যাত্রা শুরু ! জাপানস্থ বাংলাদেশ দূতাবাস , কিয়োডাই রেমিট্যান্স এবং রাইজিং স্টার্স এর সহযোগিতায় এই টূর্নামেন্ট এ জাপান ন্যাশনাল টিম , একাডেমি টিম এবং রাইজিং স্টার্স অংশগ্রহন করে | দিনব্যাপী এই টূর্নামেন্ট এ জাপান মুল দল চ্যাম্পিয়ন হয় | জাপানস্থ বাংলাদেশ দূতাবাস এর কর্মকর্তারা এবং জাপান ক্রিকেট বোর্ড এর কর্মকর্তার উপস্থিত থেকে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন |
এর আগে সকালে সানো সিটির মেয়র এই আন্তর্জাতিক ভেন্যুর উদ্বোধন করেন !