বছর না ঘুরতেই পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। রোববার তিনি কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন সংবিধানের বিরুদ্ধে নেপাল কংগ্রেসের গত বছর ম্যাধেসি প্রতিবাদকারীদের নিবৃত করা এবং দেশকে একটি রাজনৈতিক অশান্তির দিকে নিমজ্জিত করার অভিযোগ তুলে রোববার পদত্যাগের ঘোষণা দেন তিনি।
যদিও তিনি ভারত ও চীনের সঙ্গে নেপালের সম্পর্কন্নোয়ন করেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে নেপাল কংগ্রেসের অভিযোগ ছিল তিনি সরকার ও মাওবাদীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তবে ওলি’র দাবি তিনি ভালো কাজ করছিলেন। বিগত ১০ বছরে নেপাল সরকারের ৮ম প্রধানমন্ত্রী হিসেবে ওলি অভিষিক্ত হন গত বছরের অক্টোবরে। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি বিশ্বস্ততা হারিয়ে ফেলেন যখন মাওবাদীরা জোট সরকারের কাছ থেকে সহায়তা নেওয়া বন্ধ করে দেয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।