আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই তামিম ইকবাল যে ৯০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সেটা অনেকটা অনুমিতই ছিল! টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ব্যক্তিগত নয় হাজার রান থেকে মাত্র ১৫ রান দূরে ছিলেন এই ওপেনার। মিরপুরে রোববার মাঠে নেমে সেই মাইলফলক পেরিয়ে গেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মালিক হওয়া অবশ্য কোনো বিরল ঘটনা নয়। ৮৯তম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তামিম। আর সব ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রানের দিক থেকে বাংলাদেশ দলের অন্যান্য ব্যাটসম্যানদের তো অনেক আগেই পেছনে ফেলেছেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে সব ধরণের ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার। লিটল মাস্টারের মোট সংগ্রহ ৩৪,৩৫৭ রান। ২৮,০১৬ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।