জাপানে পরমাণু বোমার শিকার এবং পরমাণু অস্ত্রবিরোধী আন্দোলনকারীরা পরমাণু অস্ত্র নিষিদ্ধকারী এক চুক্তির ত্বরিত অনুমোদনের আহ্বানে সমাবেশের আয়োজন করেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ বৈঠকের দ্বিতীয় দফার আলোচনা শুরুর সাথে সময় মিলিয়ে এ সমাবেশগুলো আয়োজিত হল। হিরোশিমা শহরে ১৯৪৫ সালে মার্কিন পরমাণু বোমা হামলার উপকেন্দ্রে প্রায় দু’শ জন জড়ো হন। আয়োজকদের প্রতিনিধিদের পক্ষে মিজ হারুকো মোরিতাকি বলেন, তিনি বিশ্বাস করেন যে প্রস্তাবিত এ চুক্তি হবে পরমাণু অস্ত্রের বিলোপে সবচেয়ে কার্যকর উপায়। তিনি সমাবেশে অংশগ্রহণকারীদের বিশ্বের কাছে শক্তিশালী একটি বার্তা প্রেরণ করার আহ্বান জানান।
সমাবেশে জ্বলন্ত মোমবাতির মাধ্যমে “এখনই পরমাণু অস্ত্র নিষিদ্ধ কর” এ বার্তা ইংরেজিতে লেখা হয়। অংশগ্রহণকারীরা এরপর উপকেন্দ্রে অবস্থিত পরমাণু বোমা গম্বুজের সামনে ছবি তোলেন। তারা বলেন, চুক্তিটির অনুমোদনে গতি দান করার জন্য তারা এসব ছবি ইন্টারনেটে প্রকাশ করার পরিকল্পনা করছেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা