পাকিস্তানে প্রখ্যাত কাওয়ালি গায়ক আমজাদ সাবরিকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে বন্দুকধারীরা। পুলিশ জানিয়েছে, বুধবার বন্দর শহর করাচিতে লিয়াকতবাদের ব্যস্ত এলাকায় সাবরির গাড়িতে গুলি চালায় দুই বন্দুকধারী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ৪৫ বছর বয়স্ক সাবরি ছিলেন এ উপমহাদেশের শীর্ষ কাওয়ালি গায়কদের অন্যতম। মুখোশধারী জঙ্গিরা প্রাদেশিক এক শীর্ষ বিচারকের ছেলেকে অপহরণের দু’দিন পর গায়ক খুনের এ ঘটনা ঘটল।
কর্মকর্তারা জানিয়েছেন, সাবরির গাড়ি একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার সঙ্গে থাকা এক আত্মীয়ও আহত হন। তার অবস্থাও আশঙ্কাজনক। সিন্ধুর পুলিশ প্রধান রয়টার্সকে বলেন, “দুই অস্ত্রধারী একটি মটরসাইকেলে করে এসে সাবরির গাড়িতে হামলা করে। সাবরি গাড়ির চালকের আসনে ছিলেন।”
সাবরি পাঁচটি গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মুকাদ্দাস হায়দার এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন।