পাকিস্তানে সেনা সদস্যদের ওপর আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। দেশটির উত্তর-পশ্চিম অঞ্চল পেশোয়ারে এ ঘটনায় এক মেজরসহ দু’জন প্রাণ হারান, আহত হন কমপক্ষে ১০ জন।
পুলিশ জানিয়েছে, পেশোয়ারের হায়াতাবাদ এলাকার বাগ-ই-নারান চৌকের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা সেনা কনভয়ে এসে ধাক্কা মারে একটি বিস্ফোরক বোঝাই বাইক। এ সময় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এসএসপি অপারেশন সাজাদ খান জানিয়েছেন, এক মেজরসহ দু’জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পথচারী মানুষসহ আহত হয়েছেন আরও ১০ জন। এই বিস্ফোরণে কনভয়ের দু’টি গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। টিটিপি’র মুখপাত্র খুরসানি দেশটির সংবাদমাধ্যমে ই-মেইল বার্তা প্রেরণ করে জানিয়েছে, তাদের টার্গেট ছিল মেজর জামাল শেরেন। আগামী দিনে এই ধরনের হামলা আরও চলবে বলে হুমকি দিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। ঘটনার পর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন নিরাপত্তারক্ষীরা। কাশ্মির সীমান্তে পাক-ভারত উত্তেজনাপূর্ণ মুহুর্তে এ জঙ্গি হামলার শিকার হল পাক সেনাসদস্যরা।
সূত্র: গালফ নিউজ