সাকিব আল হাসান, তামিম ইকবাল জাতীয় ডিউটিতে বলে ছিলেন না। শহীদ আফ্রিদি ছিলেন না ইনজুরির কারণে। কিন্তু তাদের পেশোয়ার জালমিই প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন হলো। মাহমুদউল্লাহও শ্রীলঙ্কায়। তার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলতে গিয়েছিলেন এনামুল হক বিজয়। করেছেন ৩ রান। আর পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত রোববার রাতের ফাইনালে জালমি জিতল ৫৮ রানে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান করেছিল তারা। ১৪৯ রানের টার্গেটও পাহাড় হয়ে্ ওঠে নতুন বিদেশিদের নিয়ে খেলা কোয়েটার জন্য। ১৬.৩ ওভারে মাত্র ৯০ রানে অলআউট কোয়েটা! জমেনি ফাইনাল। তবে শিরোপা উৎসব শেষ করে ড্যারেন স্যামির জালমির পুরো দল কি ন্যাড়া হয়ে যাবে? শিরোপা জিতলে এমনটা করবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টুযেন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৫ মার্চের রাতের এই ফাইনালটা হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের একটি প্রেস্টিজ ইস্যু। আন্তর্জাতিক ক্রিকেট পিএসএল নয়। কিন্তু গত মাসে লাহারে প্রাণঘাতী হামলার পরও সেখানেই এবারের আসরের ফাইনাল করার সিদ্ধান্ত আরো পাকা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অনেক বিদেশি ফাইনালে আসেননি খেলতে। নতুন খেলোয়াড় এসেছেন। ফাইনালও ফাইনালের মতো হয়নি। প্রতিদ্বন্দ্বিতা ছিল না।