স্পাের্টস ডেস্ক: কোপা আমেরিকার প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে শুরুটা ভালোভাবে করতে পারেনি ব্রাজিল। কিন্তু তাই বলে সেলেসাওদের যে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে, সেটাই বা কে ভাবতে পেরেছিল! অবিশ্বাস্য এই ঘটনাই শেষপর্যন্ত ঘটে গেল কোপা আমেরিকার শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংস্করণে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বকাপজয়ীদের।
ম্যাচের প্রায় পুরোটা সময় দাপুটে ফুটবল খেললেও শেষপর্যন্ত বিতর্কিত এক গোলের কারণে কপাল পুড়েছে ব্রাজিলের। প্রধমার্ধে গোলশূন্য সমতার পর দ্বিতীয়ার্ধে ঘটে যায় চরম নাটকীয় পরিস্থিতি। ৭৫ মিনিটের মাথায় আন্দ্রাসে পোলোর ক্রস থেকে ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়েছিলেন পেরুর ফরোয়ার্ড রাউল রুইদিয়াজ। ব্রাজিলের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে হ্যান্ডবলের আবেদন জানান। বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডার পর অবশেষে সেটি গোল হিসেবেই ঘোষণা করেছেন রেফারি। এই বিতর্কিত গোলেই শেষপর্যন্ত কপাল পুড়েছে ব্রাজিলের।