ফ্রান্সের রাজধানী প্যারিসের অর্লি বিমানবন্দরে এক সৈন্যের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনার পর বিমানবন্দরটির একটি অংশ খালি করে ফেলা হয়েছে বলে ফরাসি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা গুলির আওয়াজ শোনার কথা জানানোর পর কর্তৃপক্ষ উড়োজাহাজের যাত্রীদের নামার অনুমতি দিচ্ছে না বলে জানা গেছে। বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের নিয়ে নিরাপত্তা বাহিনী প্যারিসের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরটিতে অভিযান শুরু করেছে। এ সময় বিমানবন্দরে আরোপিত নিরাপত্তা বেষ্টনি থেকে লোকজনকে দূরে থাকতে বলেছে পুলিশ।
গত মাসে প্যারিসের ল্যুভ মিউজিয়ামে এক ব্যক্তি ছুরি নিয়ে এক সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়ার পর তাকে গুলি করা হয়, পরে গুলিতে আহত ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।