ইউনিসেফ বলছে প্রতিদিন নতুন করে এক লাখ সত্তর হাজার শিশু ইন্টারনেটে যুক্ত হচ্ছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশু ও তরুণ ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষায় আরও ব্যবস্থা নেয়ার জন্য বিশ্বের শীর্ষ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়েছে।
যেহেতু ইন্টারনেট ব্যবহারকারীর শিশুর সংখ্যা বেড়েই চলেছে সেহেতু তাদের অনলাইন পরিচয় ও তথ্য উপাত্ত নিরাপদ রাখায় আরও কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন।
ইউনিসেফ শিশুদের শৈশবের বাণিজ্যিকীকরন নিয়েও উদ্বিগ্ন।
সংস্থাটির পরামর্শ হলো, একজন শিশু যখন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলে তখন সেসব সাইটে তার সাথেই সর্বোচ্চ প্রাইভেসি সেটিংসের ব্যবস্থা থাকা উচিত।
আর বাংলাদেশেও শিশু ও তরুণদের অনলাইনে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ইউনিসেফ প্রদত্ত তথ্যানুসারে, বাংলাদেশে ইন্টারনেটে যুক্ত আছে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ আর এখানে ১৫ থেকে ১৯ বছর বয়েসী শিশুদের মধ্যে ৩.৩ শতাংশ অনলাইনে যুক্ত।
১৬ ডিসেম্বর, ২০১৭
ঢাকা।
সূত্র: বিবিসি