দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই প্রেসিডেন্ট প্রাসাদ ‘ব্লু হাউজ’ ছেড়েছেন। দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রথম এনারী প্রেসিডেন্টকে অভিশংসনের যে সিদ্ধান্ত পার্লামেন্ট নিয়েছিল, সাংবিধানিক আদালত তা বহাল রেখে রায় দেওয়ার দু’দিনের মাথায় তিনি প্রাসাদ ছাড়লেন। দক্ষিণ সিউলে নিজের বাড়িতে গেছেন পার্ক। সেখানে পতাকা উড়িয়ে তাকে স্বাগত জানায় তার সমর্থকরা।
বিবিসি’র খবরে বলা হয়, নিজের কর্মীবাহিনীকে শুভবিদায় জানিয়ে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পরপরই (জিএমটি ১০:০০) ব্লু হাউজ ছাড়েন পার্ক। মোটরবাইকে চড়া পুলিশ প্রহরায় এবং দ্রুতগামী কালো লিমুজিন কারের বিশাল এক গাড়ি বহরে করে তিনি স্যামসেয়ঙ জেলার নিজ বাড়ির পথে রওয়ানা হন। সেখানে তার নিরাপত্তার জন্য প্রায় এক হাজার পুলিশও মোতায়েন করা হয়।
গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের রায় নিয়ে এখনও মুখ খোলেননি প্রেসিডেন্ট পার্ক।