ল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয়দিনে শো স্টপার ছিলেন পাঞ্জাব থেকে বলিউডে আসা অভিনেত্রী প্রীতি জিনতা। র্যাম্পে হাঁটা শেষে জানালেন নিজের আগামী ছবির কথা। সেদিন কালো লাল কম্বিনেশনের শাড়িতে প্রীতি জিনতাকে দারুণ মানিয়েছিল। সংযুক্তা দত্তর ডিজাইন করা শাড়ির সঙ্গে ছিল মানানসই জুয়েলারি। শাড়ি খুব একটা পরা হয়না কিন্তু বেশ ভালোই লাগছে। শো শেষে জানালেন বারবি গার্ল।
অনেকদিন ধরে ‘কাল হো না হো’-খ্যাত এ নায়িকার হাতে কোনো ছবি নেই। প্রীতি বললেন, চিন্তা করবেন না আর কয়েকমাস পরেই কমেডি ছবি নিয়ে কামব্যাক করছি। ছবির নাম ‘ভাইয়াজি সুপারহিট’।
