ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে ইসলামি জঙ্গিদের সংঘাত অব্যাহত আছে মিন্দানাও দ্বীপের মারাওই শহরে এক সপ্তাহ আগে সরকারি বাহিনীর সাথে ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে সম্পর্কিত অস্ত্রধারী একটি দলের সংঘাত হয়। ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদরিগো দুতের্তেকে এটা মিন্দানাও এবং কাছের কয়েকটি দ্বীপে সামরিক আইন জারী করতে প্ররোচিত করেছে।
এক সপ্তাহ পর জঙ্গিরা মারাওই’র কেন্দ্রস্থলের দখল অব্যাহত রেখেছে। ফিলিপাইনের সামরিক বাহিনী বলছে সেই এলাকায় প্রচণ্ড যুদ্ধে বেসামরিক লোকজন সহ ১০০ জনের বেশী নিহত হয়েছেন। জঙ্গিদের দখল কর নেয়া এলাকায় প্রায় ২ হাজার বেসামরিক লোকজন আটকা পড়েছেন বলে বলা হচ্ছে। মি: দুতের্তে আভাষ দিয়েছেন যে ৬০ দিনের সামরিক আইনের মেয়াদ তিনি বাড়িয়ে নিতে পারেন। এই সময়ের মধ্যে সামরিক বাহিনী সন্দেহজনক যে কোন ব্যক্তিকে আটকাদেশ ছাড়া গ্রেপ্তার করতে পারে।
তবে মি: দুতের্তের সেই ইঙ্গিত মানবাধিকার পর্যবেক্ষকদের সমালোচনা ডেকে এনেছে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের স্বৈর শাসনের অধীনে দেশের হওয়া নির্যাতন অভিজ্ঞতার সাথে এটার তুলনা এরা করছেন।
সূত্র: ইন্টারনেট