আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট হারানোর দিনে আরেকটি বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোট পেয়ে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন লিওনেল মেসি। বুধবার রাতে কাম্প নউয়ে লা লিগায় আতলেতিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। ম্যাচের ৫৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এ সময় ইভান রাকিতিচের একমাত্র গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। আর্জেন্টাইন তারকার বেরিয়ে যাওয়ার দুই মিনিট পরেই গোল খেয়ে বসে দলটি।
পরে ম্যাচ শেষে ক্লাবের ওয়েবসাইটে মেসির কুঁচকির মাংসপেশি ছিড়ে যাওয়ার খবর দেয় বার্সেলোনা। ফলে আগামী মাসের আন্তর্জাতিক বিরতির আগে হতে যাওয়া বার্সেলোনার তিনটি ম্যাচে খেলতে পারবেন না মেসি। এ সময় লিগে স্পোর্তিং গিহন ও সেল্তা ভিগো এবং চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামবে কাতালুনিয়া ক্লাবটি।
আতলেতিকোর সঙ্গে ড্রয়ের পর ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আতলেতিকো। একই দিন ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করা রিয়াল ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে সেভিয়া।