দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার কমিয়ে আনতে সরকার কাজ করছে। বিশেষ করে বজ্রপাতে মৃত্যুর হার কমাতে সরকার আগাম বার্তা দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে ভয়াবহ আকার ধারণ করা বজ্রপাতের হাত থেকে জানমাল রক্ষায় সরকার বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। বজ্রপাতে অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক মানুষের মৃত্যুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। রাজধানীর মহাখালীতে হোটেল অবকাশের সম্মেলনকক্ষে শনিবার দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বজ্রপাতে করণীয়’ শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়েল সচিব মো. শাহ কামাল।
কর্মশালায় ‘বজ্রপাত : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক প্রারম্ভিক প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মোহসীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম আরশাদ মোমেন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, জাইকা’র কান্ট্রি প্রোগ্রাম কো-অর্ডিনেটর (দুর্যোগ ব্যবস্থাপনা) নাওকি মাতসুমুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।