আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নাগোয়ায় শনিবার সকালে জাপান ও বাংলাদেশের মধ্যে বৈঠকে এমন আশ্বাস মিলেছে। শিনজো আবে বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে শেখ হাসিনার আকাঙ্ক্ষা পূরণে জাপান পাশে থাকবে।
দ্বিপক্ষীয় ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। নাগোয়ায় সকালে ওই বৈঠক হলেও সেখান থেকে টোকিও পৌঁছে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
তারা জানান, বৈঠকে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রস্তাব তুলে ধরলে তাৎক্ষণিকভাবে শিনজো আবে যথাযথ পদক্ষেপ নিতে তার দেশের সাহায্য সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, “এটা ছিল পুরোপুরি দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক বৈঠক। আলোচনা অত্যন্ত সফল হয়েছে; বিশেষ আন্তরিক পরিবেশে হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রীর প্রস্তাবের খুব স্বতঃস্ফূর্ত সাপোর্ট এসেছে।”
বাংলাদেশ ও জাপানের সম্পর্ক সুদূরপ্রসারী সম্পর্ক হিসাবে আবির্ভূত হয়েছে বলে বৈঠকে দুই নেতা একমত হয়েছেন বলে জানান তিনি।