বাংলাদেশী শাজাহান রানা এবং জাপানি ইমকো এর কন্যা হোসাইন ইত্তেকা রেইনা জনপ্রিয় হয়ে উঠছে জাপানি তরুণ ফ্যাশন মিডিয়াতে। পরপর একাধিক জাপানি পোশাক প্রতিষ্ঠানের মডেল হয়ে কাজ করেছে রেইনা। জাপানি পোশাক বিপণন প্রতিষ্ঠান ANAP এর ANAP Girl এর পণ্যের মডেল হয়ে বাংলাদেশ কমিউনিটি এবং জাপানি মিডিয়াতে প্রশংসা পেয়েছে রেইনা। শাজাহান রানা ১৯৮৭ সালে জাপান আসেন, পড়াশুনা শেষ করে ১৯৯৫ সালে বিয়ে করেন জাপানি মেয়ে তার স্ত্রী হোয়াসাইন ইমিকোকে। তাদের দুটি সন্তান, বড় মেয়ে রেইনা এবং একটি ছেলে সন্তান আছে। জাপানি সংস্কৃতিতে বেড়ে উঠলেও বাংলাদেশী সংস্কৃতির প্রতি বিশেষ টান আছে হোসাইন পরিবারের। দীর্ঘদিন যাবত তারা জাপানের স্বরলিপি কালচারাল একাডেমী, টোকিওর সাথে জড়িত আছে। বাবা মা ভাই সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন। রেইনার বাবা রানা একজন এক নিষ্ঠ মঞ্চ নাটক অভিনেতা। মা গান ও অভিনয় করেন বাংলা বলতে পারেন অনর্গল।
আরটিস্টিক ম্যগাজিন ভিউ এর কাভার মডেল হয়ে জাপানি মিডিয়াতে পরিচিতি পেয়েছে রেইনা।
ড়েবিভিন্ন জাপানি টিভি অনুষ্ঠান, ফেস্টিভ্যাল, ফটোসেশন এবং লেখা পড়া নিয়ে ব্যস্ত সময় পার করছে এখন। নিহনবাংলার সাথে কথা সময় রেইনার বাবা রানা বলেন, “রেইনা বাংলাদেশ এবং বাংলা কালচারকে অনেক ভালবাসে, ওর বেড়ে ওঠা আমরা ইনজয় করছি, রেইনা এবং আমাদের জন্য দোয়া করবেন কমিউনিটির সবাই”। উল্লেখ্য মাত্র দশ বছর বয়সী রেইনা জাপানি ফ্যাশন মিডিয়াতে জনপ্রিয় হয়ে উঠছে বেশ।
প্রতিবেদন ঃ গোলাম মাসুম জিকো