গুলশানে জঙ্গি হামলায় সাত জাপানি নিহত হওয়ার পরও বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন শিনজো আবে। হলি আর্টিজান বেকারিতে হামলার মাসপূর্তিতে মঙ্গলবার নিহত সাত জাপানির স্মরণে এক সভায় তিনি বলেন, “সন্ত্রাসীদের ভয়ে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড তো আর বন্ধ থাকতে পারে না। এদের (সন্ত্রাসীদের) জবাব হবে আমাদের সচেতনতা আর কর্মকাণ্ডে। “বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতীম দেশ। এখানে আঘাত লাগা মানে পুরো এশিয়ায় আঘাত লাগা। আমরা এই উগ্রবাদীদের দাপটে মোটেই ভীত নয়, বন্ধুত্বের হাত নিয়ে বাংলাদেশের পাশে সব সময় জাপান আছে, থাকবে।”
বাংলাদেশের উন্নয়নে একক দেশ হিসেবে বৃহত্তম অংশীদার জাপানের যে সাতজন জঙ্গি হামলায় নিহত হয়েছেন, তার ছয়জনেই ঢাকায় মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন। গত বছর বাংলাদেশে এক জাপানি নিহত হওয়ার পর গুলশানের ঘটনায় জাপানে তীব্র ক্ষোভ দেখা দেয়। আবে নিজেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
তারপর আবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। শেখ হাসিনাও এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় তার সরকারের উপর আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানান।