মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচ সিরিজের প্রথমটি। নিশ্চয়ই ভাবছেন সরাসরি খেলা দেখবেন কোন চ্যানেলে? দুই ম্যাচ সিরিজের প্রথমটি বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে। এই টেস্ট ম্যাচ নিজেদের স্যাটেলাইট চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে চ্যানেল নাইন। ৫ দিনের টেস্টের প্রতিদিন খেলার বাইরে থাকছে আরো আয়োজন। আর বরাবরের মতো রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে খেলা তো সরাসরি দেখতেই পাবেন। দেশের বাইরে আরো কিছু চ্যানেলে দেখতে পাবেন খেলাটি।
খেলা দেখতে পারেন স্যাটেলাইট মাধ্যম টেন ১ এইচডি এবং টেন ৩ চ্যানেলে। শ্রীলঙ্কায় খেলা দেখাবে এমটিভি স্পোর্টস। ভারত এবং পাকিস্তান দুই দেশেই খেলাটি দেখাবে স্টার ক্রিকেট। পাকিস্তানে খেলাটি সরাসরি দেখা যাবে পিটিভি স্পোর্টসে। আপনি আমেরিকা কিংবা কানাডায় থাকলে খেলা দেখতে পারেন স্পোর্টস ম্যাক্সে। ভারতে থেকে শুধু অনলাইন স্ট্রিমিংয়ে খেলা দেখতে চাইলে হটস্টারে ঢুকতে পারেন।
সূত্র: ইন্টারনেট