অনেকেই বলেন তার জীবনের ঘটনা একেবারে সিনেমার মতো। তবে সে কথা মানতে নারাজ বলিউড বাদশা শাহরুখ খান। তার জীবন নাকি বায়োপিক করার পক্ষে একেবারে ‘বিতর্কিত’ নয়। বলিউডের এই সুপারস্টার বলেন, ‘আমার জীবনের আকর্ষণীয় ঘটনাগুলো শুধুমাত্র আমি জানি। আমার কাছের লোকেরাও নয়। তাই আমার ঘনিষ্ঠ কেউ চিত্রনাট্য লিখলেও, তা শুধুই সাফল্যের গল্পই হয়ে যাবে। জীবনসংগ্রামের কোনো অস্তিত্ব তাতে থাকবে না।’
২৫-২৬ বছরের ফিল্ম ক্যারিয়ার যেন চোখের নিমেষে পেরিয়ে গেছে। অভিনয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন অভিনেতা। যা বিশ্বাস করি, সেটাই অভিনয় করতে পারি। আর সেটা না করতে পারলে তো অভিনেতাই হতে পারতাম না।’ টেলিভিশন শো ‘ফৌজি’ ও ‘সার্কাস’ দিয়ে কেরিয়ার শুরু করেন শাহরুখ খান। বেশি সময় লাগেনি তার বলিউডের ‘বাদশা’ হতে।
সূত্র: ইন্টারনেট