অ্যাকশন তারকা হিসেবে পুরো দুনিয়াতে তুমুল জনপ্রিয় জ্যাকি চ্যান। হংকং, চাইনিজ ও হলিউডে অসংখ্য সিনেমায় অভিনয় করে ভক্তদের মন জয় করেছেন অনেক আগেই, পেয়েছেন অসংখ্য পুরষ্কারও । কিন্তু অধরা রয়ে গেছে অস্কারটা। তবে এবার সেই আক্ষেপটাও দূর হচ্ছে। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জ্যাকিকে দেয়া হবে সম্মানসূচক অস্কার। শুক্রবার ‘মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমি’ এ ঘোষণা দিয়েছে। নভেম্বরে চলতি বছরের গভরনর্স অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠানে জ্যাকির হাতে তুলে দেওয়া হবে অস্কারের এই বিশেষ ট্রফি।
জ্যাকির আজীবন সম্মাননা নিয়ে একাডেমির সভাপতি শেরিল বুন আইজ্যাক বলেন, “আমরা তার অসাধারণ সাফল্যে সম্মানিত ও গর্বীত এবং আমরা নভেম্বরে গভর্নরস অ্যাওয়ার্ডস তার সঙ্গে উদযাপন করার জন্য উৎসাহ প্রকাশ করছি।” হংকং-এ জন্ম নেওয়া জ্যাকি চ্যান বিনোদন জগতে তার ক্যারিয়ার শুরু করেছিলেন স্টান্টম্যান হিসেবে। পরবর্তীতে মার্শাল আর্টস-এ তার অনবদ্য দক্ষতা প্রমাণ করে নিজেই বনে যান অসংখ্য সিনেমার নায়ক। ‘রাম্বল ইন দ্য ব্রঙ্কস’, ‘দ্য রাশ আওয়ার সিরিজ’ ‘কারাটে কিড’ এবং ‘সাংহাই নুন’-এর অ্যাকশন কমেডি সিনেমা তাকে নিয়ে যায় খ্যাতির শীর্ষে। অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনাও করেছেন। ৩০টিরও বেশি মার্শাল আর্ট ছবি পরিচালনা করেছেন তিনি। গত আগস্টে তিনি ফোরবস ম্যাগাজিনের হিসাবে শীর্ষ আয় করা তারকাদেরতালিকাকে ২য় স্থানে ছিলেন, পুরো বছরে তার আয় ছিল ৬১ মিলিয়ন ডলার।